জবুর শরীফ 86:4-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. নিজের গোলামের প্রাণ আনন্দিত কর,কেননা, হে মালিক, আমি তোমার উদ্দেশে আমার প্রাণ কোরবানী করি।

5. কারণ, হে মালিক, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান,এবং যারা তোমাকে ডাকে,তুমি সেই সবের পক্ষে অটল মহব্বতে মহান।

6. হে মাবুদ, আমার মুনাজাতে কান দাও,আমার বিনতি শোন।

7. সঙ্কটের দিনে আমি তোমাকে আহ্বান করবো,কেননা তুমি আমাকে উত্তর দেবে।

8. হে মালিক, দেবতাদের মধ্যে তোমার মত কেউই নেই,তোমার কাজের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।

9. হে মালিক, তোমার সৃষ্ট সর্বজাতি এসে তোমার সম্মুখে সেজ্‌দা করবে,তারা তোমার নামের গৌরব করবে।

10. কারণ তুমি মহান এবং অলৌকিক কাজ সম্পাদনকারী;তুমিই একমাত্র আল্লাহ্‌।

জবুর শরীফ 86