জবুর শরীফ 84:6-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. তারা বাকা-উপত্যকা দিয়ে গমন করে,তারা তা ফোয়ারায় পরিণত করে;প্রথম বৃষ্টি তা বিবিধ মঙ্গলে ভূষিত করে।

7. তারা উত্তরোত্তর বলবান হয়ে অগ্রসর হয়,প্রত্যেকে সিয়োনে আল্লাহ্‌র কাছে দেখা দেয়।

8. হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌, আমার মুনাজাত শোন;হে ইয়াকুবের আল্লাহ্‌, কান দাও।[সেলা।]

9. দেখ, হে আল্লাহ্‌, আমাদের ঢাল,দৃষ্টিপাত কর তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি।

10. কেননা তোমার প্রাঙ্গণে একদিনও হাজার দিনের চেয়ে উত্তম;বরং আমার আল্লাহ্‌র গৃহের গোবরাটে দাঁড়িয়ে থাকা আমার বাঞ্ছনীয়,তবু নাফরমানীর তাঁবুতে বাস করা বাঞ্ছনীয় নয়।

জবুর শরীফ 84