জবুর শরীফ 81:4-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. কেননা তা ইসরাইলের বিধি,ইয়াকুবের আল্লাহ্‌র শাসন।

5. তিনি ইউসুফের মধ্যে এই সাক্ষ্য স্থাপন করলেন,যখন তিনি মিসর দেশের বিরুদ্ধে বের হন;আমি একটি বাণী শুনলাম, যা জানতাম না।

6. ‘আমি ওর স্কন্ধকে ভারমুক্ত করলাম,ওর হাত ঝুড়ি থেকে নিষ্কৃতি পেল।

জবুর শরীফ 81