জবুর শরীফ 81:12-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. তাই আমি তাদেরকে তাদের হৃদয়ের কঠিনতায় ছেড়ে দিলাম;তারা নিজেদের মন্ত্রণায় চললো।

13. আহা, যদি আমার লোকেরা আমার কথা শুনতো,যদি ইসরাইল আমার পথে চলতো!

14. তা হলে আমি তাদের দুশমনদেরকে ত্বরায় দমন করবো,তাদের বিপক্ষদের প্রতিকূলে নিজের হাত ফিরাব।

15. মাবুদের বিদ্বেষীরা তাঁর কর্তৃত্ব স্বীকার করবে;কিন্তু এদের শাস্তি চিরকাল থাকবে।

16. তিনি এদেরকে উৎকৃষ্ট গম ভোজন করাবেন;আমি শৈলস্থ মধু দ্বারা তোমাকে তৃপ্ত করব।’

জবুর শরীফ 81