জবুর শরীফ 79:8-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. পূর্বপুরুষদের অপরাধগুলো আমাদের বিরুদ্ধে স্মরণ করো না;তোমার বিবিধ করুণা ত্বরায় আমাদের কাছে আসুক,কেননা আমরা অতিশয় হীনবল হয়েছি।

9. হে আমাদের উদ্ধারের আল্লাহ্‌, তোমার নামের গৌরবার্থেআমাদের সাহায্য কর, তোমার নামের অনুরোধেআমাদের উদ্ধার কর, আমাদের সকল গুনাহ্‌ মার্জনা কর।

10. জাতিরা কেন বলবে, ওদের আল্লাহ্‌ কোথায়?তোমার গোলামদের যে রক্তপাত হয়েছে,তার প্রতিফল আমাদের দৃষ্টিগোচরে জাতিরা জানতে পারুক।

11. বন্দীর হাহাকার তোমার সম্মুখে উপস্থিত হোক,তুমি তোমার বাহুর মহত্বানুসারে মৃত্যুর সন্তানদের বাঁচাও।

জবুর শরীফ 79