29. তখন তারা ভোজন করে পরিতৃপ্ত হল;তিনি তাদের অভীষ্ট বস্তু তাদেরকে দিলেন;
30. তারা নিজেদের অভীষ্ট দ্রব্য ছাড়ে নি,তাদের খাদ্য তাদের মুখেই ছিল,
31. তখন তাদের বিরুদ্ধে আল্লাহ্র ক্রোধ উঠলো,তা তাদের হৃষ্টপুষ্টদেরকে সংহার করলো,ইসরাইলের যুবকদেরকে সংহার করলো।
32. এ সব হলেও তারা পুনর্বার গুনাহ্ করলো,ও তাঁর অলৌকিক কাজে বিশ্বাস করলো না।
33. অতএব তিনি তাদের আয়ু অসারতায়,তাদের সমস্ত বছর বিহ্বলতায় শেষ করলেন।