25. মানুষ ফেরেশতাদের খাদ্য ভোজন করলো;তিনি তাদের তৃপ্তি পর্যন্ত খাদ্য পাঠালেন।
26. তিনি আসমানে পূর্বীয় বায়ু বহালেন,নিজের পরাক্রমে দখিনা বায়ু চালালেন।
27. তিনি তাদের উপরে মাংসকে ধূলিকণার মত,পাখাওয়ালা পাখিগুলো সমুদ্রের বালির মত বর্ষণ করলেন।
28. তিনি তা তাদের শিবিরের মধ্যে,তাদের আবাসগুলোর চারপাশে, পড়তে দিলেন।