জবুর শরীফ 78:19-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. আর তারা আল্লাহ্‌র বিরুদ্ধে কথা বললো,বললো, আল্লাহ্‌ কি মরুভূমিতে টেবিল সাজিয়ে দিতে পারেন?

20. দেখ, তিনি শৈলকে আঘাত করলে পানির স্রোত বইল,স্রোতধারা প্রবাহিত হল;তিনি কি অন্নও দিতে পারেন?তাঁর লোকদের জন্য কি গোশ্‌ত যোগাবেন?

21. অতএব মাবুদ তা শুনে ক্রুদ্ধ হলেন;ইয়াকুবের বিরুদ্ধে আগুন প্রজ্বলিত হল,ইসরাইলের বিরুদ্ধে তাঁর গজব জেগে উঠল;

22. কেননা আল্লাহ্‌র উপরে তাদের ঈমান ছিল না,তাঁর উদ্ধারের শক্তিতে নির্ভর করতো না।

23. তবু তিনি উপরিস্থ মেঘমালাকে হুকুম দিলেন,আসমানের সমস্ত দরজা খুলে দিলেন।

জবুর শরীফ 78