জবুর শরীফ 77:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি চিৎকার করে আল্লাহ্‌র কাছে কান্নাকাটি করবো;চিৎকার করে আল্লাহ্‌র কাছে কান্নাকাটি করবো,তিনি আমার কান্না শুনে জবাব দেবেন।

2. সঙ্কটের দিনে আমি প্রভুর খোঁজ করলাম;রাতের বেলায় আমার হাত প্রসারিত থাকলো, সঙ্কুচিত হল না;আমার প্রাণ প্রবোধ মানল না।

3. আমি আল্লাহ্‌কে স্মরণ করে কাতর আর্তনাদ করছি;ভাবনা করতে করতে আমার রূহ্‌ মূর্চ্ছিত হচ্ছে।[সেলা।]

জবুর শরীফ 77