1. হে আল্লাহ্, আমরা তোমার শুকরিয়া করছি, শুকরিয়া করছি,কেননা তোমার নাম নিকটবর্তী;লোকে তোমার অলৌকিক সমস্ত কাজ বর্ণনা করে।
2. “আমি যখন নিরূপিত সময় উপস্থিত করবো,তখন আমিই ন্যায্য বিচার করবো।
3. দুনিয়া ও অধিবাসীরা বিলীন হচ্ছে;আমি তার সমস্ত স্তম্ভ স্থাপন করেছি।[সেলা।]