জবুর শরীফ 74:11-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. তুমি তোমার হাত, তোমার ডান হাত, কেন সঙ্কুচিত করছো?সেটি বক্ষঃস্থল থেকে বের কর, দুশমনদের শেষ করে দাও।

12. তবুও আল্লাহ্‌ই পূর্বকাল থেকে আমার বাদশাহ্‌,দুনিয়ার মধ্যে উদ্ধারের সাধনকর্তা।

13. তুমিই তোমার পরাক্রমে সমুদ্রকে বিভক্ত করেছিলে,তুমিই পানিতে নাগদের মাথা চূর্ণ করেছিলে।

14. তুমিই লিবিয়াথনের মাথা চূর্ণ করেছিলে,মরুভূমি-নিবাসী সকলকে খাদ্য হিসেবে তার দেহ দিয়েছিলে।

15. তুমিই ফোয়ারা ও বন্যার জন্য পথ করেছিলে,তুমিই নিত্য প্রবাহিনী নদী শুকিয়ে ফেলেছিলে।

জবুর শরীফ 74