জবুর শরীফ 73:8-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. তারা বিদ্রূপ করে ও দুষ্টতায় উপদ্রবের কথা বলে,অহংকারের বশে তারা জুলুমের ভয় দেখায়।

9. তারা আসমানে মুখ রেখেছে,এবং তাদের জিহ্বা দুনিয়াতে রেখে ঘুরে বেড়ায়।

10. এজন্য তাদের লোকেরা তাদের দিকে ফিরে,তারা যা বলে তা পানির মত গিলে।

11. আর তারা বলে, আল্লাহ্‌ কিভাবে জানবেন?সর্বশক্তিমানের কি জ্ঞান আছে?

জবুর শরীফ 73