3. কারণ যখন দুষ্টদের কল্যাণ দেখেছিলাম,তখন গর্বিতদের প্রতি ঈর্ষা করেছিলাম।
4. কেননা তারা মৃত্যুকালে যন্ত্রণা পায় না,বরং তাদের কলেবর হৃষ্টপুষ্ট।
5. মানুষের মত কষ্ট তাদের হয় না;মানুষের মত তারা আহত হয় না।
6. এজন্য অহঙ্কার তাদের কণ্ঠের হারের মত,কাপড়ের মত দৌরাত্ম্য তাদেরকে আচ্ছাদন করে।
7. মেদের ঠেলায় তাদের চোখ বেরিয়ে আসে,তাদের মনের কুমতলব উপ্চে পড়ছে।
8. তারা বিদ্রূপ করে ও দুষ্টতায় উপদ্রবের কথা বলে,অহংকারের বশে তারা জুলুমের ভয় দেখায়।
9. তারা আসমানে মুখ রেখেছে,এবং তাদের জিহ্বা দুনিয়াতে রেখে ঘুরে বেড়ায়।
10. এজন্য তাদের লোকেরা তাদের দিকে ফিরে,তারা যা বলে তা পানির মত গিলে।
11. আর তারা বলে, আল্লাহ্ কিভাবে জানবেন?সর্বশক্তিমানের কি জ্ঞান আছে?
12. দেখ, এরাই দুর্জন,এরা চিরকাল নির্বিঘ্নে থেকে ধন বৃদ্ধি করেছে।
13. নিশ্চয় আমি বৃথাই অন্তর পরিষ্কার করেছি,আমার হাত মিথ্যাই নির্দোষ রেখেছি।
14. কেননা আমি সমস্ত দিন আহত হয়েছি,প্রতি প্রভাতে শাস্তি পেয়েছি।