জবুর শরীফ 72:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে আল্লাহ্‌, তুমি বাদশাহ্‌কে তোমার শাসন,রাজপুত্রকে তোমার ধর্মশীলতা প্রদান কর।

2. তিনি ধার্মিকতায় তোমার লোকদের,ন্যায়ে তোমার দুঃখীদের বিচার করবেন।

3. পর্বতমালা ও উপপর্বতমালা ধার্মিকতা দ্বারালোকদের জন্য শান্তিরূপ ফলে ফলবান হবে।

4. তিনি দুঃখী লোকদের বিচার করবেন,তিনি দরিদ্রের সন্তানদেরকে উদ্ধার করবেন,কিন্তু জুলুমবাজকে চূর্ণ করবেন।

জবুর শরীফ 72