জবুর শরীফ 71:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, আমি তোমার আশ্রয় নিয়েছি;আমাকে কখনও লজ্জিত হতে দিও না।

2. তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার কর, রক্ষা কর;আমার দিকে কান দাও, আমাকে নিস্তার কর।

3. তুমি আমার আশ্রয়স্থানের শৈল হও,শক্তিশালী দুর্গ হও, আমাকে নিস্তার করার জন্য;কেননা তুমিই আমার শৈল ও আমার আশ্রয়-দুর্গ।

4. হে আমার আল্লাহ্‌, আমাকে উদ্ধার কর,দুর্জনের হাত থেকে, অন্যায়কারী ও উপদ্রবীর হাত থেকে।

জবুর শরীফ 71