জবুর শরীফ 7:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, আমার আল্লাহ্‌, আমি তোমারই আশ্রয় নিয়েছি;আমার সকল তাড়নাকারী থেকে আমাকে নিস্তার কর,আমাকে উদ্ধার কর।

2. পাছে দুশমন সিংহের মত আমার প্রাণ ছিন্নভিন্ন করে, খণ্ড খণ্ড করে,যখন রক্ষাকারী কেউ নেই।

3. হে মাবুদ, আমার আল্লাহ্‌,যদি আমি সেই কাজ করে থাকি,যদি আমার হাতে অন্যায় লেগে থাকে;

4. যদি আমি বন্ধুর অপকার করে থাকি,(বরং যে অকারণে আমার দুশমন, তাকেও উদ্ধার করেছি),তবে দুশমন দৌঁড়ে আমার প্রাণ ধরুক,

জবুর শরীফ 7