25. তাদের নিবাস শূন্য হোক,তাদের তাঁবুতে কেউ বাস না করুক।
26. কেননা তারা তাকেই তাড়না করে, যাকে তুমি প্রহার করেছ,তাদেরই ব্যথা বর্ণনা করে, যাদেরকে তুমি আঘাত করেছ।
27. তাদের অপরাধের উপরে অপরাধ যোগ কর,তারা তোমার ধর্মশীলতায় প্রবেশ না করুক।
28. জীবন-কিতাব থেকে তাদের নাম মুছে যাক,ধার্মিকদের সঙ্গে তারা তালিকাভুক্ত না হোক।