জবুর শরীফ 69:11-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. যখন আমি চট পরলাম,তখন তাদের কাছে প্রবাদের বিষয় হলাম।

12. যারা তোরণদ্বারে বসে, তারা আমার বিষয়ে আলোচনা করে;মাতালেরা আমাকে নিয়ে গান রচনা করে।

13. কিন্তু, হে মাবুদ, আমি তোমারই কাছে প্রসন্নতার সময়ে মুনাজাত করছি;হে আল্লাহ্‌, তোমার প্রচুর অটল মহব্বতের দরুন আমাকে উত্তর দাও।তোমার উদ্ধার করার বিশ্বস্ত সাহায্যে আমাকে উত্তর দাও।

জবুর শরীফ 69