জবুর শরীফ 68:9-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. হে আল্লাহ্‌, তুমি পানির ধারা বর্ষালে,তোমার অধিকার ক্লান্ত হলে তুমিই তা সুস্থির করলে।

10. তোমার লোকবৃন্দ তার মধ্যে বাস করলো;হে আল্লাহ্‌, তুমি তোমার মঙ্গলভাবে দুঃখীর জন্য আয়োজন করলে।

11. প্রভু কালাম দেন,শুভবার্তার তবলীগকারীরা মহাবাহিনী।

12. সৈন্যবাহিনীদের বাদশাহ্‌রা পালিয়ে যান, পালিয়ে যান,আর ঘরে থাকা স্ত্রীলোকেরা লুটদ্রব্য ভাগ করে নেয়।

13. তোমরা কি বাথানের মধ্যে শয়ন করবে,রূপায় মোড়া কবুতরের পাখার মত হবে,যার পালক উজ্জ্বল সোনায় মোড়ানো?

14. সর্বশক্তিমান যখন বাদশাহ্‌দেরকে দেশে ছিন্নভিন্ন করলেন,তখন সল্‌মোন পর্বতে [যেন] তুষার পড়লো।

15. বাশন পর্বত আল্লাহ্‌র পর্বত;বাশন পর্বত বহুশৃঙ্গ পর্বত।

16. হে বহুশৃঙ্গ পর্বতমালা,আল্লাহ্‌ তাঁর নিবাসের জন্য যে পর্বতে প্রীত হয়েছেন,তার প্রতি তোমরা কেন কুটিল দৃষ্টি করছো?অবশ্য মাবুদ চিরকাল সেখানে বাস করবেন।

জবুর শরীফ 68