5. চল, আল্লাহ্র সমস্ত কাজ দেখ;মানুষের বিষয়ে তিনি স্বকর্মে ভয়াবহ।
6. তিনি সমুদ্রকে শুকনো ভূমিতে পরিণত করলেন;লোকেরা নদীর মধ্য দিয়ে পায়ে হেঁটে গমন করলো,তাঁতে সেই স্থানে আমরা আনন্দ করলাম।
7. তিনি নিজের পরাক্রমে অনন্তকাল কর্তৃত্ব করেন;তাঁর চোখ জাতিদেরকে নিরীক্ষণ করছে;বিদ্রোহীরা নিজেদের উঁচু না করুক।[সেলা।]
8. হে জাতিরা, আমাদের আল্লাহ্র শুকরিয়া কর,তাঁর প্রশংসা-ধ্বনি যেন শোনা যায়।
9. তিনিই আমাদের প্রাণ জীবিতদের সঙ্গে রাখেন,আমাদের চরণ টলতে দেন না।
10. কেননা, হে আল্লাহ্, তুমি আমাদের পরীক্ষা করেছ,রূপা পোড় দেবার মত করে আমাদেরকে পোড় দিয়েছ;