16. হে আল্লাহ্-ভীত লোকেরা, তোমরা এসে শোন,;আমার প্রাণের জন্য তিনি যা করেছেন, তা বর্ণনা করি।
17. আমি নিজের মুখে তাঁকে ডাকলাম,তাঁর উচ্চপ্রশংসা আমার জিহ্বাগ্রে ছিল।
18. যদি চিত্তে অধর্মের প্রতি তাকাতাম,তবে প্রভু শুনতেন না।
19. কিন্তু সত্যিই আল্লাহ্ শুনেছেন;তিনি আমার মুনাজাতে সাড়া দিয়েছেন।