জবুর শরীফ 64:4-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. যেন গোপনে সিদ্ধ লোকের প্রতি তা নিক্ষেপ করে;তারা অকস্মাৎ তাকে তীর মারে, ভয় করে না।

5. তারা কুমন্ত্রণায় নিজেদের সবল করে,গোপনে ফাঁদ পাতবার বিষয়ে কথাবার্তা বলে;তারা বলে, কে আমাদেরকে দেখবে?

6. তারা অপরাধের সন্ধান করে নেয়,[বলে,] আমরা চতুরতার সঙ্গে ষড়যন্ত্র করে চিন্তা করে দেখেছি,প্রত্যেকের সঙ্কল্প ও হৃদয় গভীর।

7. কিন্তু আল্লাহ্‌ তাদেরকে বাণবিদ্ধ করবেন,অকস্মাৎ তারা বাণে আহত হবে।

8. এভাবে তারা হোঁচট খাবে;তাদের জিহ্বা তাদের বিপক্ষ হবে;যত লোক তাদের দেখবে, সকলে উপহাস করবে।

জবুর শরীফ 64