জবুর শরীফ 63:7-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. কেননা তুমি আমার সহায় হয়ে আসছে,তোমার পক্ষযুগলের ছায়াতে আমি আনন্দধ্বনি করবো।

8. আমার প্রাণ পদে পদে তোমার সঙ্গে সঙ্গে চলে;তোমার ডান হাত আমাকে ধরে রাখে।

9. কিন্তু ওরা বিনাশার্থে আমার প্রাণের খোঁজ করে,তারা দুনিয়ার অধঃস্থানে যাবে।

10. তাদের তলোয়ারের হাতে তুলে দেওয়া হবে,তারা শিয়ালদের খাদ্য হবে।

11. কিন্তু বাদশাহ্‌ আল্লাহ্‌তে আনন্দ করবেন;যে কেউ তাঁতে শপথ করে, সে গর্ব করবে;কারণ মিথ্যাবাদীদের মুখ রুদ্ধ হবে।

জবুর শরীফ 63