জবুর শরীফ 61:4-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. আমি চিরকাল তোমার তাঁবুতে বাস করবো,তোমার পক্ষযুগের অন্তরালে আশ্রয় নেব।[সেলা।]

5. কেননা, হে আল্লাহ্‌, তুমিই আমার সমস্ত মানত শুনেছ,যারা তোমার নাম ভয় করে, তাদের অধিকার তাদেরকে দিয়েছ।

6. তুমি বাদশাহ্‌র আয়ু বৃদ্ধি করবে,তাঁর বছর পুরুষে পুরুষে থাকবে।

জবুর শরীফ 61