1. হে আল্লাহ্, তুমি আমাদেরকে পরিত্যাগ করেছ,আমাদেরকে ভগ্ন করেছ, তুমি ক্রুদ্ধ হয়েছ;ফিরে আমাদেরকে পুনঃস্থাপন কর।
2. তুমি দেশ প্রকম্পান্বিত করেছ, বিদীর্ণ করেছ;দেশের ভঙ্গের প্রতিকার কর, কেননা দেশ টলছে।
3. তুমি তোমার লোকদেরকে কষ্ট দেখিয়েছ,তুমি আমাদের অস্থিরতারূপ মদ্য পান করিয়েছ।