5. তিনি সকল অমঙ্গল আমার গুপ্ত দুশমনদের কাছে ফিরিয়ে দেবেন;তুমি তোমার বিশ্বস্ততায় তাদেরকে সংহার কর।
6. আমি তোমার উদ্দেশে স্ব-ইচ্ছার বলি কোরবানী করবো;হে মাবুদ, তোমার নামের প্রশংসা-গজল করবো, কেননা তা উত্তম।
7. কারণ তিনি আমাকে সমস্ত সঙ্কট থেকে উদ্ধার করেছেন,এবং আমার চোখ আমার দুশমনদের দুর্দশা দেখেছে ।