5. দেখ, জন্মাবধি আমি অপরাধী,মাতার গর্ভে জাত হবার কাল হতেই আমি গুনাহ্গার।
6. দেখ, তুমি আন্তরিক সত্যে প্রীত,তুমি গূঢ় স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দেবে।
7. এসব দ্বারা আমাকে গুনাহ্ মুক্ত কর, তাতে আমি পবিত্র হব;আমাকে ধুয়ে ফেল, তাতে আমি হিমের চেয়ে সাদা হব।
8. আমাকে আমোদ ও আনন্দের কালাম শোনাও;তোমা দ্বারা চূর্ণিত সমস্ত অস্থি প্রফুল্ল হোক।
9. আমার গুনাহ্গুলোর প্রতি মুখ আচ্ছাদন কর,আমার সকল অপরাধ মার্জনা কর।