জবুর শরীফ 45:10-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. বৎস, শোন, দেখ, কান দাও;তোমার জাতি ও তোমার পিতৃকুল ভুলে যাও।

11. তাতে বাদশাহ্‌ তোমার সৌন্দর্য বাসনা করবেন;কেননা তিনিই তোমার প্রভু, তুমি তাঁর কাছে সেজ্‌দা কর।

12. টায়ার-কন্যা উপঢৌকন নিয়ে আসবেন,ধনী লোকেরা তোমার কাছে ফরিয়াদ করবেন।

13. শাহ্‌জাদী অন্তঃপুরে সর্বতোভাবে সুশোভিতা;তাঁর পোশাক সোনার সুতায় বোনা রয়েছে।

জবুর শরীফ 45