1. আমার হৃদয়ে শুভকথা উথলে উঠছে;আমি বাদশাহ্র বিষয়ে আমার রচনা বিবৃত করবো;আমার জিহ্বা দক্ষ লেখকের লেখনীস্বরূপ।
2. তুমি মানুষের চেয়ে পরম সুন্দর;তোমার ওষ্ঠাধর থেকে রহমত ঝরে পড়ে;এজন্য আল্লাহ্ চিরকালের জন্য তোমাকে দোয়া করেছেন।
3. হে বীর, তোমার তলোয়ার কোমরে বাঁধ,তোমার গৌরব ও মহিমা গ্রহণ কর।
4. আর স্বীয় প্রতাপে কৃতকার্য হও, বাহনে চড়ে যাও,সত্যের ও ধার্মিকতাযুক্ত নম্রতার পক্ষে,তাতে তোমার ডান হাত তোমাকে ভয়াবহ কাজ শেখাবে।
5. তোমার সমস্ত তীর ধারালো,জাতিরা তোমার পদতলে পতিত হয়,বাদশাহ্র দুশমনদের অন্তর বিদ্ধ হয়।
6. হে আল্লাহ্, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী,তোমার রাজদণ্ড সরলতার দণ্ড।
7. তুমি ধার্মিকতাকে মহব্বত করে আসছ,নাফরমানীকে ঘৃণা করে আসছ;এই কারণ আল্লাহ্, তোমার আল্লাহ্,তোমাকে অভিষিক্ত করেছেন,তোমার সখাদের চেয়ে বেশি পরিমাণে আনন্দ তেলে।
8. গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল কোর্তা সুবাসিত হয়,হাতির দাঁতের প্রাসাদগুলো থেকে তারযুক্ত সমস্ত যন্ত্র তোমাকে আনন্দিত করেছে।
9. তোমার মহিলারত্নদের মধ্যে শাহ্জাদীরা আছেন,তোমার ডান দিকে দাঁড়িয়ে আছেন রাণী,ওফীরের সোনা দিয়ে সেজে আছেন।