জবুর শরীফ 43:2-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. কেননা তুমিই আমার আল্লাহ্‌ যার মধ্যে আমি আশ্রয় নিয়েছি;কেন আমাকে ত্যাগ করেছ?আমি কেন দুশমনের জোর-জুলুমে বিষণ্ন হয়ে বেড়াচ্ছি?

3. তোমার আলো ও তোমার সত্য প্রেরণ কর;তারাই আমার পথপ্রদর্শক হোক,তোমার পবিত্র পাহাড় ও তোমার আবাসে আমাকে উপস্থিত করুক।

4. তাতে আমি আল্লাহ্‌র কোরবানগাহ্‌র কাছে যাব,আমার পরমানন্দজনক আল্লাহ্‌র সম্মুখে যাব;আর হে আল্লাহ্‌, আমার আল্লাহ্‌,আমি বীণাযন্ত্রে তোমার প্রশংসা করবো।

5. হে আমার প্রাণ, কেন অবসন্ন হও?আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও?আল্লাহ্‌র অপেক্ষা কর;কেননা আমি আবার তাঁর প্রশংসা-গজল করবো;তিনি আমার নাজাতদাতা ও আমার আল্লাহ্‌।

জবুর শরীফ 43