জবুর শরীফ 42:8-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. মাবুদ দিনে তাঁর অটল মহব্বতকে হুকুম করবেন,রাতে তাঁর স্তোত্র আমার সঙ্গী হবে,আমার জীবনদায়ী আল্লাহ্‌র কাছে মুনাজাত করবো।

9. আমি আমার শৈলস্বরূপ আল্লাহ্‌কে বলবো, কেন আমাকে ভুলে গিয়েছ?আমি কেন দুশমনের জোর-জুলুমে বিষণ্ন হয়ে বেড়াচ্ছি?

10. আমার বিপক্ষেরা আমাকে তিরস্কার করে, যেন অস্থি পর্যন্ত চূর্ণ করে,তারা সমস্ত দিন আমাকে বলে, তোমার আল্লাহ্‌ কোথায়?

11. হে আমার প্রাণ, কেন অবসন্ন হও?আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও?আল্লাহ্‌র অপেক্ষা কর;কেননা আমি আবার তাঁর প্রশংসা-গজল করবো;তিনি আমার নাজাতদাতা ও আমার আল্লাহ্‌।

জবুর শরীফ 42