জবুর শরীফ 41:11-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. আমি এতেই জানি যে তুমি আমাতে প্রীত,কেননা আমার দুশমন আমার জন্য আর জয়ধ্বনি করে না,

12. তুমি আমার সিদ্ধতায় আমাকে ধরে রেখেছ,এবং চিরতরে তোমার সাক্ষাতে স্থাপন করেছ।

13. মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, ধন্য হোন,অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। আমিন ও আমিন।  

জবুর শরীফ 41