জবুর শরীফ 41:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. সুখী সেই জন, যে দীনহীনের প্রতি চিন্তাশীল;বিপদের দিনে মাবুদ তাকে নিস্তার করবেন।

2. মাবুদ তাকে রক্ষা করবেন, জীবিত রাখবেন,দেশে তাকে সুখী বলে ডাকা হবে;তুমি দুশমনদের ইচ্ছার হাতে তাকে তুলে দেবে না।

3. অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকলে মাবুদ তাকে ধরে রাখবেন;তার অসুস্থতার সময়ে তুমি তার সমস্ত বিছানা পরিবর্তন করেছ।

4. আমি বললাম, হে মাবুদ, আমাকে রহম কর, আমার প্রাণ সুস্থ কর,কেননা আমি তোমার বিরুদ্ধাচরণ করে গুনাহ্‌ করেছি।

5. আমার দুশমনেরা আমার বিরুদ্ধে হিংসার কথা বলে,‘সে কখন মরবে? কখন তার নাম মুছে যাবে?’

জবুর শরীফ 41