5. তোমার গতি মাবুদের উপর অর্পণ কর,তাঁর ওপর নির্ভর কর, তিনিই কাজ সাধন করবেন।
6. তিনি আলোর মত তোমার ধার্মিকতা,মধ্যাহ্ন কালের মত তোমার বিচার প্রকাশ করবেন।
7. মাবুদের কাছে নীরব হও, তাঁর অপেক্ষায় থাক;যে তার পথে কৃতকার্য হয়, তার বিষয়ে,যে ব্যক্তি কুসঙ্কল্প করে, তার বিষয়ে রুষ্ট হয়ো না।