30. ধার্মিকের মুখ জ্ঞানের কথা বলে,তার জিহ্বা ন্যায়বিচারের কথা বলে।
31. তার আল্লাহ্র শরীয়ত তার দিলে আছে;তার পদবিক্ষেপ টলবে না।
32. দুষ্ট লোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে,তাকে খুন করতে চেষ্টা করে।
33. মাবুদ তাকে ওর হাতে ছেড়ে দেবেন না,তার বিচারকালে তাকে দোষী করবেন না।
34. মাবুদের অপেক্ষায় থাক, তাঁর পক্ষে চল;তাতে তিনি তোমাকে দেশের অধিকারভোগের জন্য উন্নত করবেন;দুষ্টদের উচ্ছেদ হলে তুমি তা দেখতে পাবে।