27. তুমি মন্দ থেকে দূরে যাও,সদাচরণ কর, তাতে চিরকাল বাস করবে।
28. কেননা মাবুদ ন্যায়বিচার ভালবাসেন;তিনি তাঁর বিশ্বস্তদেরকে পরিত্যাগ করেন না;তারা চিরকাল সুরক্ষিত হয়;কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হবে।
29. ধার্মিকেরা দেশের অধিকারী হবেতারা নিয়ত সেখানে বাস করবে।
30. ধার্মিকের মুখ জ্ঞানের কথা বলে,তার জিহ্বা ন্যায়বিচারের কথা বলে।