জবুর শরীফ 36:3-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. তার মুখের কালাম অধর্ম ও ছলমাত্র;সে সুবিবেচনা ও সদাচরণ ত্যাগ করেছে।

4. সে তার বিছানায় অধর্ম কল্পনা করে,সে কুপথে দাঁড়িয়ে থাকে, সে দুষ্কর্ম ঘৃণা করে না।

5. হে মাবুদ, তোমার অটল মহব্বত আসমানগুলোতে ব্যাপ্ত,তোমার বিশ্বস্ততা আকাশ ছোঁয়া।

6. তোমার ধর্মশীলতা আল্লাহ্‌র পর্বতগুলোর মত,তোমার সমস্ত বিচার মহাজলধিস্বরূপ;হে মাবুদ, তুমি মানুষ ও পশু রক্ষা করে থাক।

জবুর শরীফ 36