26. যারা আমার বিপদে আনন্দিত হয়,তারা একসঙ্গে লজ্জিত ও হতাশ হোক;যারা আমার বিরুদ্ধে গর্ব করে,তারা লজ্জায় ও অপমানে আচ্ছন্ন হোক।
27. যারা আমার ধার্মিকতায় প্রীত,তারা আনন্দধ্বনি করুক আহ্লাদিত হোক,দিনরাত বলুক, মাবুদ মহিমান্বিত হোন,যিনি নিজের গোলামের সহিসালামতে প্রীত।
28. আর আমার জিহ্বা তোমার ধর্মশীলতার,ও সমস্ত দিন তোমার প্রশংসার কথা বলবে।