5. ওরা তাঁর প্রতি দৃষ্টিপাত করে দীপ্যমান হল;তাদের মুখ কখনও বিবর্ণ হবে না।
6. এই দুঃখী যখন ডাকল, মাবুদ শুনলেন,একে সকল সঙ্কট থেকে নিস্তার করলেন।
7. যারা মাবুদকে ভক্তিপূর্ণ ভয় করে,মাবুদের ফেরেশতা তাদের চারদিকে শিবির স্থাপন করেন,আর তাদেরকে উদ্ধার করেন।
8. আস্বাদন করে দেখ, মাবুদ মঙ্গলময়;সুখী সেই ব্যক্তি, যে তাঁর শরণাপন্ন।
9. হে তাঁর পবিত্র ব্যক্তিরা, মাবুদকে ভয় কর,কেননা তাঁর ভয়কারীদের অভাব হয় না।
10. যুবসিংহদের অনটন ও ক্ষুধায় কষ্ট হয়,কিন্তু যারা মাবুদের খোঁজ করে,তাদের কোন মঙ্গলের অভাব হয় না।