3. আমার সঙ্গে মাবুদের মহিমা ঘোষণা কর;এসো, আমরা একসঙ্গে তাঁর নামের প্রতিষ্ঠা করি।
4. আমি মাবুদের খোঁজ করলাম,তিনি আমাকে জবাব দিলেন,আমার সকল আশঙ্কা থেকে উদ্ধার করলেন।
5. ওরা তাঁর প্রতি দৃষ্টিপাত করে দীপ্যমান হল;তাদের মুখ কখনও বিবর্ণ হবে না।
6. এই দুঃখী যখন ডাকল, মাবুদ শুনলেন,একে সকল সঙ্কট থেকে নিস্তার করলেন।
7. যারা মাবুদকে ভক্তিপূর্ণ ভয় করে,মাবুদের ফেরেশতা তাদের চারদিকে শিবির স্থাপন করেন,আর তাদেরকে উদ্ধার করেন।