1. সুখী সেই ব্যক্তি, যার অধর্ম মাফ হয়েছে,যার গুনাহ্ আচ্ছাদিত হয়েছে।
2. সুখী সেই ব্যক্তি,যার পক্ষে মাবুদ অপরাধ গণনা করেন না,ও যার রূহে প্রবঞ্চনা নেই।
3. আমি যখন চুপ করেছিলাম,আমার সমস্ত অস্থি ক্ষয় পাচ্ছিল,কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করছিলাম।
4. কারণ দিনরাত তোমার হাত আমাকে শাস্তি দিচ্ছিল,আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হচ্ছিল।