জবুর শরীফ 31:21-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. মাবুদ ধন্য হোন, কেননা তিনি দৃঢ় নগরেআমার প্রতি আশ্চর্য অটল মহব্বত প্রকাশ করলেন।

22. আমি অধৈর্য হয়ে বলেছিলাম,আমি তোমার নয়নগোচর থেকে বিচ্ছিন্ন,কিন্তু তোমার উদ্দেশে আর্তনাদ করলেতুমি আমার ফরিয়াদ শুনলে।

23. হে মাবুদের সমস্ত পবিত্র লোক,তোমরা তাঁকে মহব্বত কর;মাবুদ বিশ্বস্ত লোকদেরকে রক্ষা করেন,কিন্তু অহংকারীকে অনেক প্রতিফল দেন।

24. হে মাবুদের অপেক্ষাকারী সকলে, সাহস কর,তোমাদের অন্তঃকরণ সবল হোক।

জবুর শরীফ 31