3. যদিও সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে,তবুও আমার অন্তঃকরণ ভয় পাবে না;যদিও আমার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়,তবুও, তখনও আমি সাহস করবো।
4. মাবুদের কাছে আমি একটি বিষয় যাচ্ঞা করেছি,আমি তারই খোঁজ করবো,যেন জীবনের সমুদয় দিন মাবুদের গৃহে বাস করি,মাবুদের সৌন্দর্য দেখবার জন্য,ও তাঁর বায়তুল মোকাদ্দসে খোঁজ করার জন্য।
5. কেননা বিপদের দিনে তিনি তাঁর কাঁধে আমাকে লুকিয়ে রাখবেন,তাঁর তাঁবুর অন্তরালে আমাকে লুকিয়ে রাখবেন;তিনি শৈলের উপরে আমাকে স্থাপন করবেন।
6. আর এখন আমার চারদিকের দুশমনদের চেয়ে আমার মাথা উন্নত হবে,আমি তাঁর তাঁবুতে আনন্দধ্বনির সঙ্গে উৎসর্গ করবো,আমি মাবুদের উদ্দেশে প্রশস্তি ও গজল গাইব।