জবুর শরীফ 25:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, তোমারই দিকেআমি নিজের প্রাণ উত্তোলন করি।

2. হে আমার আল্লাহ্‌, আমি তোমারই আশ্রয় নিয়েছি,আমাকে লজ্জিত হতে দিও না;আমার দুশমনেরা আমাকে নিয়ে উল্লাস না করুক।

3. যেসব লোক তোমার অপেক্ষা করে, তারা লজ্জিত হবে না;যারা অকারণে বেঈমানী করে, তারাই লজ্জিত হবে।

4. হে মাবুদ, তোমার সমস্ত পথ আমাকে জানাও;তোমার সমস্ত পথ আমাকে বুঝিয়ে দাও।

5. তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দাও,কেননা তুমিই আমার উদ্ধারকারী আল্লাহ্‌;আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি।

6. হে মাবুদ, তোমার করুণা ও অটল মহব্বত স্মরণ কর,কেননা উভয়ই অনাদি কাল থেকে আছে।

জবুর শরীফ 25