জবুর শরীফ 22:20-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. তলোয়ার থেকে আমার প্রাণ উদ্ধার কর,আমার একমাত্র [রূহ্‌] কুকুরের হাত থেকে উদ্ধার কর।

21. নিস্তার কর আমাকে সিংহের মুখ থেকে,আর বন্য ষাঁড়ের শিং থেকে—তুমি আমাকে উত্তর দিয়েছ।

22. আমি আমার ভাইদের কাছে তোমার নাম তবলিগ করবো;সমাজের মধ্যে তোমার নামের প্রশংসা করবো।

23. মাবুদের ভয়কারীগণ! তাঁর প্রশংসা কর;ইয়াকুবের সমস্ত বংশ! তাঁকে সম্মান কর;তাঁকে ভয় কর, ইসরাইলের সমস্ত বংশ!

জবুর শরীফ 22