জবুর শরীফ 2:9-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. তুমি লোহার দণ্ড দ্বারা তাদেরকে ভাঙ্গবে,কুম্ভকারের পাত্রের মত খণ্ড-বিখণ্ড করবে।

10. অতএব এখন বাদশাহ্‌গণ! বিবেচক হও;দুনিয়ার বিচারকগণ! শাসন গ্রহণ কর।

11. তোমরা সভয়ে মাবুদের এবাদত কর,সকম্পে উল্লাস কর।

12. পুত্রকে চুম্বন কর, পাছে তিনি ক্রুদ্ধ হনও তোমরা পথে বিনষ্ট হও,কারণ ক্ষণমাত্রে তাঁর ক্রোধ প্রজ্বলিত হবে।সুখী তারা সকলে, যাঁরা তাঁর মধ্যে আশ্রয় নেয়।

জবুর শরীফ 2