45. বিজাতি-সন্তানেরা ম্লান হবে,স্বকম্পে নিজ নিজ গুপ্ত স্থান থেকে বাইরে আসবে।
46. মাবুদ জীবন্ত, আমার শৈল ধন্য হোন,আমার উদ্ধারের আল্লাহ্ উন্নত হোন।
47. সেই আল্লাহ্ আমার পক্ষে প্রতিশোধ নেন,জাতিদেরকে, আমার অধীনে দমন করেন।
48. তিনি আমার দুশমনদের থেকে আমাকে উদ্ধার করেন;যারা আমার বিরুদ্ধে উঠে,তুমি তাদের উপরেও আমাকে উন্নত করছো,তুমি দুর্বৃত্ত লোক থেকে আমাকে উদ্ধার করছো।