জবুর শরীফ 17:11-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. এখন তারা আমাদের পিছন পিছন এসে আমাদেরকে ঘেরিয়াছে,তারা আমাদেরকে ভূমিসাৎ করবে বলে চোখ স্থির রেখেছে।

12. সে বিদারণ করতে উৎসুক কেশরীর মত,অন্তরালে উপবিষ্ট যুবসিংহের মত।

13. হে মাবুদ, উঠ, তাকে প্রতিরোধ কর, তাকে পেড়ে ফেল,তোমার তলোয়ার দ্বারা দুষ্ট লোক থেকে আমার প্রাণ বাঁচাও।

জবুর শরীফ 17