1. মাবুদের প্রশংসা হোক!মাবুদের উদ্দেশে নতুন গজল গাও;বিশ্বস্ত লোকদের সমাজে তাঁর প্রশংসা গাও।
2. ইসরাইল তাঁর নির্মাণকর্তাতে আনন্দ করুক,সিয়োন-সন্তানেরা নিজেদের বাদশাহ্তে উল্লসিত হোক।
3. তারা নৃত্যযোগে তাঁর নামের প্রশংসা করুক,তবল ও বীণাযোগে তাঁর প্রশংসা গান করুক;