জবুর শরীফ 14:5-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. ঐ সব লোকেরা ভীষণ ভয় পেয়েছে;কেননা আল্লাহ্‌ ধার্মিক বংশের মধ্যবর্তী।

6. তোমরা দরিদ্রের পরিকল্পনাকে লজ্জিত করছো;কেননা মাবুদ তার আশ্রয়।

7. আহ! ইসরাইলের উদ্ধার সিয়োন থেকে উপস্থিত হোক।মাবুদ যখন তাঁর লোকদের বন্দীত্ব ফেরাবেন,তখন ইয়াকুব উল্লসিত হবে, ইসরাইল আনন্দ করবে।  

জবুর শরীফ 14